পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। ২৮ এপ্রিল জিম্বাবুয়ের বাংলাদেশে পৌঁছনোর কথা। ঢাকা থেকে সফরকারীরা চলে যাবে চট্টগ্রামে।

সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আগামী ৩ মে প্রথম ম্যাচ। এক দিনের বিরতি দিয়ে ৫ মে দ্বিতীয় ও ৭ মে তৃতীয় টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিকেল ৩টা থেকে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।

 

চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০ মে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরুর সময় সন্ধ্যা ৬টা। তবে ১২ মে শেষ ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।

এই সফরে জিম্বাবুয়ে দুটি টেস্টও খেলার কথা ছিল।

যদিও আগে থেকেই শোনা যাচ্ছিল আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টেস্ট সিরিজটি না হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই সিরিজটি হবে আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে।