টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে স্বাগতিকরা। চট্টগ্রামে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে চান তাসকিন আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ভিডিওতে তাসকিন বলেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আরো দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য।
গতকাল প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন পেসাররা। সব মিলিয়ে লঙ্কানদের ৯ উইকেট নেন তাঁরা।
নাজমুলকে প্রশংসায় ভাসিয়ে তাসকিন বলেন, ‘দারুণ ব্যাট করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে।