সিরিজ জয় নিশ্চিত করে আজ শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে ভারত। ধর্মশালায়ও দাপট ধরে রেখেছে স্বাগতিকরা। আজ টেস্টের প্রথম দিনে কুলদীপ যাদবের ৫ ও শততম টেস্ট খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিনের ৪ উইকেটে ইংলিশদের প্রথম ইনিংসে ২১৮ রানে গুটিয়ে দেয় ভারত। পরে নিজেরা ব্যাটিংয়ে নেমে ৩০ ওভারে ব্যাট করে ১ উইকেট হারিয়ে তোলে ১৩৫ রান।
টস জিতে ব্যাট করতে নেমে বেন ডাকেট (২৭) ও অলি পোপের (১১) উইকেট হারিয়ে দলীয় এক শ রানে মধ্যহ্নভোজের বিরতিতে যায় সফরকারীরা। বিরতির পরই চিত্র বদলে যায়। দ্বিতীয় সেশনে ৯৪ রান উঠলেও ৫ উইকেট হারায় ইংল্যান্ড।
চা বিরতির পরে দু’টি ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করেন বেন ফোকস। কিন্তু বেশিক্ষণ খেলতে পারেননি তিনি। ইংল্যান্ডের বাকি দু’টি উইকেট তুলে নেন অশ্বিন।
এরপর ব্যাট করতে নেমে চড়াও হন জয়সওয়াল। এই ওপেনার অর্ধশতক করে ৫৮ বলে ৫৭ রানে ফেরার আগে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে কোনো একটি টেস্ট সিরিজে সাত শ রানের মাইলফলক স্পর্শ করেন, এতদিন এই অর্জন ছিল কেবল সুনিল গাভাস্কারের।
১০৪ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর আর উইকেট হারায়নি ভারত।