ছয় হওয়ার পর ফিল্ডিং দলের কেউ উদযাপন করছেন, এমন দৃশ্য সহসা দেখার কথা নয়। কিন্তু সোমবার তেমনটি দেখা গেল পাকিস্তান সুপার লিগের এক ম্যাচে। রাওয়ালপিণ্ডিতে মুখোমুখি হয় ইসলামাবাদ ইউনাইটেড ও পেশওয়ার জালমি। এই ম্যাচে জালমির ইনিংসে একটি ছয় হওয়ার পর ইসলামাবাদের নিউজিল্যান্ডের ক্রিকেটার কলিন মুনরো এক বলবয়ের সঙ্গে উদাযাপনে মাতেন।
ইসলামাবাদের দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করছিল জালমি। ফাহিম আশরাফের করা ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান জালমির ব্যাটার আমের জামাল। ছক্কা আটকাতে চেষ্টা করেছিলেন মুনরো, তবে বল ছিল তাঁর নাগালের বেশ বাইরে। বাউন্ডারির বাইরে থাকা বলবয় বলটি ধরার চেষ্টা করলেও তালুবন্দি করতে পারেননি।
এরপর ইনিংসের ১৯তম ওভারে রুম্মন রাইসের করা একটি বল সেই ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন আরিফ ইয়াকুব। এবারও সেই একই বলবয় এবং ফিল্ডার মুনরো।
দুজনের এমন উদযাপনের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।