একেই বলে বুঝি, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ! যে বিপিএল স্বপ্নের সোপান হয়ে এসেছিল আলিস আল ইসলামের কাছে, সেই বিপিএলেই এবারের মতো স্বপ্নভঙ্গ হলো তার। একই বিপিএল এবার দুয়ার খুলে দিয়েছে জাকের আলী অনিকের।
বিপিএলে পাওয়া আঙুলের চোটে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েও ছিটকে গেলেন আলিস। তার পরিবর্তে আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা জাকের।
আজ এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও চোটের কারণে খেলতে পারবেন না রহস্যময় অফ স্পিনার আলিস। তার জায়গায় দলের সঙ্গে যোগ দিবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেটরক্ষক-ব্যাটার।
গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান আলিস।
এর আগে জাতীয় দলে ডাক পেলেও ম্যাচ খেলা হয়নি জাকেরের।