দেশের জার্সিতে খেলার পর একজন খেলোয়াড়ের স্বপ্ন থাকে সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে শিরোপা জেতা। ২০২২ সালে সেই স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। দীর্ঘ অপেক্ষার অবসান হয় আর্জেন্টিনার। সেই দলের সদস্য ছিলেন ইজেকুয়েল প্যালাসিওস।
৩ বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় ২০২১ সালে।
ফ্রিয়াসের ধারণা, ডিভোর্সের পর অ্যাপার্টমেন্টের মাকিকানা পাবেন কিনা সেই শঙ্কা থেকে প্যালাসিওস টাকা পরিশোধ করতে চাচ্ছেন না। এ জন্য বিশ্বকাপের মেডেন ও জার্সি বিক্রি করে সেই টাকা দিচ্ছেন ফ্রিয়াস। তবে ঠিক কত টাকায় তিনি সেগুলো বিক্রি করেছেন তা জানা যায়নি।
এখানেই ক্ষান্ত নন ফ্রিয়াস। ডিভোর্স না পেলেও আর্জেন্টিনা ফুটবল দলের গোপনীয়তা প্রকাশের হুমকি দিয়েছেন, 'আমি চাই সে বিবাহবিচ্ছেদে স্বাক্ষর করুক। আমি তার কাছে শুধু আমার যা আছে তা চাই, শুধু জার্মানিতে থাকা বৈবাহিক সম্পদ নয়। আমি চুপ থাকা তার জন্য সুবিধাজনক। জাতীয় দল সম্পর্কে আমার জানা কিছু আছে, যা আমি বলিনি।'