বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। এই দলে জায়গা করে নিয়েছেন তিন নতুন মুখ; কাজেম কিরমানি শাহ, রাব্বি হোসেন রাহুল ও তাজ উদ্দিন। এ ছাড়া দলে ফিরেছেন তপু বর্মণ ও আনিসুর রহমান জিকো।
পুলিশ এফসিতে খেলা মিডফিল্ডার কাজেম সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে।
শৃঙ্খলাজনিত কাণ্ডে নিষেধাজ্ঞায় থাকায় বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপ, অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য আনিসুর রহমান জিকো ও তপু বর্মণকে জাতীয় দলে ডাকেননি হাভিয়ের কাবরেরা। অবশেষে ফিরেছেন এই দুই অভিজ্ঞ ফুটবলার।
আগামী ২ মার্চ সৌদি আরবে উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে ১৫ দিন ক্যাম্পের পর সরাসরি চলে যাবে কুয়েতে। ২১ মার্চ কুয়েতে হবে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও মাহফুজ হাসান প্রীতম।
রক্ষণ : তপু বর্মণ, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, শাকিল হোসেন, রহমত মিয়া, ইসা ফয়সাল ও তাজ উদ্দিন।
মধ্যমাঠ : সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, কাজেম কিরমানি শাহ, রবিউল হাসান, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমন, চন্দন রয় ও জায়েদ আহমেদ।
আক্রমণ : রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, রাব্বী হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও রফিকুল ইসলাম।