ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। নতুন বছরটা নতুন ভাবেই শুরু করেছেন এই অভিনেতা। বিয়ে করে বউ নিয়ে হানিমুনে গেছেন জায়েদ খান। নতুন বউকে নিয়ে কোথায় হানিমুনে যাবেন তিনি? নতুন বউয়ের প্রথম পছন্দ সমুদ্রসৈকত কক্সবাজার।
নতুন এই বিজ্ঞাপনে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি।
এদিকে, সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। জাহিদ হাসানের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ওমর সানী। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।