আরো একবার শেষ দিকে জ্বলে উঠলেন লিওনেল মেসি। হারতে বসা ইন্টার মায়ামিকে হার এড়িয়ে এনে দিলেন এক পয়েন্ট। আর্জেন্টাইন তারকার করা অতিরিক্ত সময়ের গোলে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। 

মেজর লিগ সকারের এই ম্যাচে ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে খেলেছে লস অ্যাঞ্জেলেস।

৭৫ মিনিটে সার্বিয়ান স্ট্রাইকার দিয়ান জোভেলিচের গোল এগিয়ে দেয় লস অ্যাঞ্জেলেসকে। কিন্তু ৮৭ মিনিটে মিডফিল্ডার মার্ক দেলগাদো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

 

এ সুযোগই কাজে লাগিয়েছে মায়ামি। জর্দি আলবার সঙ্গে দারুণ রসায়নে গোল এনে দেন মেসি।

যোগ করা দ্বিতীয় মিনিটে আলবার বাড়ানো পাসে জাল খুঁজে নেন আর্জেন্টাইন কিংবদন্তি।

 

সাবেক চার বার্সেলোনা ফুটবলার লিওনেল মেসি, সের্হিয়ো বুস্কেৎস, জর্দি আলবা ও লুইস সুয়ারেস ছিলেন মায়ামির শুরুর একাদশে। এর পরও প্রতিপক্ষের ওপর দাপট দেখাতে পারেনি মায়ামি। বরং লস অ্যাঞ্জেলেসে খেলা সাবেক বার্সেলোনা ফুটবলার রিকি পুইগ আলাদাভাবে নজর কেড়েছেন।

এর আগে লিগের প্রথম ম্যাচে রিয়াল সল্ট লেকের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল ইন্টার মায়ামি।