আগের ম্যাচে হাইডেনহাইমকে ২-১ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখের ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছিল বায়ার লেভারকুসেন। গত রাতে মাইঞ্জকে একই ব্যবধানে হারিয়ে বায়ার্নকে ছাড়িয়ে অপরাজিত থাকার নতুন কীর্তি গড়েছে জাবি আলনসোর দল।
সেই সঙ্গে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি বায়ার্নের চেয়ে এগিয়ে গেছে ১১ পয়েন্টে। যদিও এক ম্যাচ কম খেলেছে বায়ার্ন।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচের ২৯টিতেই জয় পেয়েছে লেভারকুসেন। এর আগে ২০১৯ ও ২০২০ সালে দুই মৌসুম মিলিয়ে সব প্রতিযোগিতায় ৩২ ম্যাচে অপরাজিত ছিল বায়ার্ন।
ঘরের মাঠে তৃতীয় মিনিটে গ্রানিত জাকা লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় লেভারকুসেন। তবে চার মিনিটের ব্যবধানে সমতা ফেরায় মাইঞ্জ। গোল করেন ডমিনিক কোহর। এরপর দুই দলই গোলের জন্য মরিয়া ছিল।
অপরাজিত থাকার নতুন রেকর্ড নিয়ে লেভারকুসেন কোচ জাবি আলনসো বলেছেন, ‘রেকর্ড হওয়ার আগে সেটা নিয়ে আমি ভাবি না। তবে যখন এটা হয়ে যায়, আমি গর্ব অনুভব করি। আমরা দারুণ কিছু অর্জন করেছি; কিন্তু আমরা থামতে চাই না।