ক্লাব কাপ হকি দিয়ে আড়াই বছর পর টার্ফে ফিরেছে হকি। আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন আবাহনী ও মেরিনার্স ইয়াং ক্লাব। উদ্বোধনী ম্যাচে অ্যাজাক্সের বিপক্ষে আবাহনী ৫-১ গোলে জয় পেয়েছে এবং পুলিশের বিপক্ষে মেরিনার্সের জয় ২-০ গোলে।
অ্যাজাক্সের বিপক্ষে প্রথম মিনিটেই মেহেদী হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী।
দিনের অন্য ম্যাচে পুলিশের বিপক্ষে জিততে ঘাম ঝরেছে চ্যাম্পিয়ন মেরিনার্সের। যদিও ২১ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় মেরিনার্স। দুটি গোলই করেন মইনুল ইসলাম কৌশিক।
দীর্ঘদিন পর হকি ফেরায় খেলোয়াড়দের ফিটনেসে দেখা গিয়েছে ঘাটতি। আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম খানও স্বীকার, 'সমস্যা একটা জায়গায়, সেটা ফিটনেস। ফিটনেসের সমস্যা বলতে, স্টিক ও বলের যে নিয়ন্ত্রণ, সেটা কম ছিল। এছাড়া আরো দ্রুত পাস হওয়ার কথা।