শেষ তিন বলে শ্রীলঙ্কার তখন ১১ রান প্রয়োজন আফগানিস্তানের বিপক্ষে। আফগান পেসার ওয়াফাদার মোমান্দ বেশ উঁচু একটা ফুলটস দিলেন। ক্রিজে থাকা কামিন্দু মেন্ডিস তা ব্যাটে লাগাতে পারেননি। পরে আম্পায়ারের কাছে নো বলের আবেদন করে, কিন্ত আম্পায়ার তাতে সাড়া দেননি।
স্কয়ার লেগ আম্পায়ার লিন্ডন হানিবলের নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, ‘আপনি যদি এটাও দেখতে না পারেন, তাহলে এমন আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেটে দরকার নেই। তার বরং অন্য কাজ খোঁজা উচিত।
হাসারাঙ্গা বিষ্মিত আম্পায়ারদে এমন কান্ডে, ‘এটা যদি কোমরের কাছাকাছি হতো, আমার আপত্তি ছিল না।