গত মৌসুমে ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে ২-১ গোলের ঐতিহাসিক জয় নিয়ে ফিরেছিল ব্রেন্টফোর্ড। এবারো তেমন কিছুরই স্বপ্ন ছিল দলটির। জিতে ফিরতে না পারলেও অন্তত ম্যানসিটির কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে আনার পরিকল্পনায় এগোচ্ছিল ব্রেন্টফোর্ড। কিন্তু তা হতে দেননি আর্লিং হালান্ড।
ইতিহাদে অবশ্য দাপট ছিল ম্যানচেস্টার সিটিরই। কিন্তু আক্রমণে রণকৌশল সাজিয়েও গোলের দেখা পাচ্ছিল না ফরোয়ার্ডরা।
এই গোলের মধ্য দিয়ে নতুন কীর্তি ছুঁয়েছেন হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে যেসব প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছেন তার সব প্রতিপক্ষের জালে বল পাঠানোর কীর্তি গড়লেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড। ২১টি ক্লাবের বিপক্ষেই পেলেন জালের দেখা। এই তালিকায় সবার উপরে বায়ার্ন মিউনিখে খেলা হ্যারি কেইন।
চলতি লিগে হালান্ডের গোল হল ১৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ২২টি। গতবারের মতো এবার সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়েই আছেন তিনি।