তেহরানে এবারের এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশীরা আলাদা মনোযোগ পেয়েছেন। কারণ আসরের দ্রম্নততম মানব এই দেশটির। এশিয়ান পর্যায়ে বাংলাদেশের অ্যাথলেটদের জন্য যা অভূতপূর্ব ঘটনা। প্রত্যাশার সেই জায়গা থেকে ৪০০ মিটার স্প্রিন্টে জহির রায়হানের রম্নপা জয় লাল-সবুজকে আরও উজ্জ্বলতা দিয়েছে।
মুকুট ধরে রাখার লড়্গ্য নিয়ে গিয়ে চতুর্থ হয়েছেন এই স্প্রিন্টার। মাহফুজ গত দড়্গিণ এশীয় গেমসে রম্নপা জিতেছিলেন।
শুরম্নটা তাঁর প্রত্যাশামতো হয়নি, বাকি সময়েও সেই ব্যবধানটা কমাতে পারেননি তিনি। এশিয়ান ইনডোরের প্রস্তুতির মাঝেই ইমরান এ মাসেই ঢাকায় জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে অংশ নিয়েছেন। এর আগের সময়টায়ও মূলত আউটডোর স্প্রিন্ট নিয়েই ব্যসত্মতা ছিল তাঁর। ৬০ মিটারে শেষ পর্যন্ত্ম মিলল হতাশা। মাহফুজকে নিয়ে সেই প্রত্যাশা ছিল না। কিন্তু তিনিই বড় সাফল্য নিয়ে ফিরছেন।