রোহিত শর্মার ১৩১ ও রবীদ্র জাদেজার অপরাজিত ১১০ রানের দুই ইনিংস রাজকোট টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে ভারত। শেষ বিকেলে ঝলক দেখান অভিষেক টেস্ট খেলতে নামা ভারতের আলোচিত ব্যাটার সরফরাজ খান। দিনের খেলা শেষের ৪ ওভার বাকি থাকতে রান আউট হওয়ার আগে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৬৬ বলে ৬২ রান করেন তিনি। এতে ৫ উইকেটে ৩২৬ রানে দিন শেষ করেছে ভারত।
ভারতের দাপটের দিনে শুরুটা দারুণ করেছিল ইংল্যান্ড। ৩৩ রানের মধ্যে যশস্বী জসওয়াল (১০), শুভগান গিল (০) ও রজত পাতিদারের (৫) উইকেট হারায় ভারত। প্রথম দুটি নেন এই টেস্টেই সুযোগ পাওয়া মার্ক উড ও পরেরটি নেন টম হার্টলি। এরপর জমাট প্রতিরোধ ভারতের।
অধিনায়ককে হারানোর পর সরফরাজকে নিয়ে দলের হাল ধরেন জাদেজা। পঞ্চম উইকেটে গড়েন ৭৭ রানের জুটি। যেখানে সিংহভাগ রান আসে সরফরাজের ব্যাট থেকে। জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারৎ দিয়ে রানআউট হয়ে ফেরেন সরফরাজ। ৯টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস।