চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে আধিপত্য দেখিয়ে জিতেছে ম্যানচেস্টার সিটি। ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। সিটির হয়ে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, বের্নারদো সিলভা ও ফিল ফোডেন। স্বাগতিক কোপেনহেগেনের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাটসন।
কোপেনহেগেনের মাঠে দশম মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের বাড়ানো পাস বক্সে পেয়ে অনায়াসে জালে পাঠান কেভিন ডি ব্রুইন। এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পেপ গার্দিওলার দল। মধমাঠ দখলে নিয়ে আক্রমণে চাপ বাড়ায় ইংলিশ ক্লাবটি।
কিন্তু ৩৪ মিনিটে গোলরক্ষক এদেরসন ময়েসের ভুলে গোল হজম করে সিটি। কোপেনহেগেনকে সমতায় ফেরান ম্যাটসন। এদেরসনের ভুল পাস বক্সের সামনে পেয়ে যান এলইউনিসি। তার শট ব্লক হলে সেই বল পেয়ে দৌড়ে এসে গতির শটে জাল খুঁজে নেন ম্যাটসন।
দ্বিতীয়ার্ধে বলের দখল ছিল সিটির ফুটবলারদের পায়েই। কিন্তু ভালোই প্রতিরোধ গড়ে তুলে স্বাগতিকরা। আর্লিং হালান্ডদের সেভাবে সুযোগ দিচ্ছিল না কোপেনহেগেনের রক্ষণভাগ।