টানা দুই ম্যাচ জিতে বেশ স্বস্তি বইছিল বার্সেলোনা শিবিরে। কিন্তু লিগের ১৯ নম্বর দল গ্রানাডার সঙ্গে ড্র করে সেই স্বস্তি উবে গেছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়েছে ১০ পয়েন্টে। এর পরও আশা ছাড়ছেন না বার্সা কোচ জাভি এর্নান্দেস।
অলিম্পিক লুইস স্টেডিয়ামে বার্সেলোনাকে শুরুতেই এগিয়ে নেন লামিন ইয়ামাল। ৪৩ মিনিটে অবশ্য সমতা ফেরা গ্রানাডা, গোল করে রিচার্দ সানচেজ। ৬০ মিনিটে ফাকুন্দো পেলিস্ত্রি গ্রানাডাকে এগিয়ে নেওয়ার তিন মিনিটের মধ্যে বার্সাকে সমতায় ফেরান রবার্ত লেভানদোস্কি।
২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুয়ে জিরোনা, ৫১ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। ১০ পয়েন্টে পিছিয়ে থাকলেও লড়াই চালিয়ে যাওয়ার বার্তা জাভি এর্নান্দেসের, ‘লিগ আমাদের জন্য এমনিতেই কঠিন হয়ে গিয়েছিল। ২ পয়েন্ট হারানোয় আরো বেশি কঠিন হয়ে গেল। অবশ্যই এখনো ব্যবধান অনেক বড়।