ভারত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের সেই তাণ্ডব সহজে ভোলার নয়। এবার অ্যাডিলেডে ম্যাক্সওয়েলের রোষানলে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ বোলাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আলজারি জোসেফ-আন্দ্রে রাসেলদের ইচ্ছেমতো পিটিয়েছেন।
ম্যাক্সওয়েল সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫০ বলে।
তবে ম্যাক্সওয়েলের সমান পাঁচ সেঞ্চুরি আছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসে অস্ট্রেলিয়াও বড় সংগ্রহ পেয়েছে। ৪ উইকেটে ২৪১ রান তুলেছে অজিরা।
অথচ এক পর্যায়ে ৬৪ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।
রাসেল ৫৯, রোমারিও শেফার্ড ৪৮ ও জেসন হোল্ডার ৪২ রান দিয়েছেন।