হোবার্টে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করতে নামার সময়ই অনন্য এক কীর্তি গড়েন ডেভিড ওয়ার্নার। ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসাবে তিন সংস্করণে ১০০ তম ম্যাচ খেলার কীর্তি। ক্রিকেটের তিন সংস্করণেই এর আগে ১০০ তম ম্যাচ খেলার রেকর্ড ছিল শুধু নিউজিল্যান্ডের রস টেলর এবং ভারতের বিরাট কোহলির।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে টেলর ও কোহলির পাশে বসলেন ওয়ার্নারও।
প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে জস ইংলিশকে নিয়ে ৮ ওভারে ৯৩ রানের উদ্বোধনী জুটি গড়ে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন ওয়ার্নার। ২৫ বলে ৩৯ রান করা ইংলিশকে ফিরিয়ে জুটিটা ভাঙেন জেসন হোল্ডার।
বড় লক্ষ্য তাড়া করে ক্যারিবীয়দের শুরুও ছিল দুর্দান্ত\ ৮.৩ ওভারে উদ্বোধনী জুটিতে ৮৯ রান করেন ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস।