সনাত্ জয়াসুরিয়াকে পেছনে ফেলে শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, বীরেন্দর শেবাগ এবং গ্লেন ম্যাক্সওয়েলদের পাশে বসলেন পাথুম নিশাঙ্কা। নাম লেখালেন ওয়ানডের ডাবলসেঞ্চুরিয়ানদের অভিজাত ক্লাবে। দশম ক্রিকেটার হিসাবে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন শ্রীলঙ্কার এই ব্যাটার।
মোট ১২জন ক্রিকেটার এই কীর্তি গড়েছেন।
নিশাঙ্কার ১৮৭ রানের সময় বল বাকী ছিল আরো ১৩টি। পাল্লেকেলেতে তখন একটাই কৌতুহল-নিশাঙ্কার ডাবল হবে তো! সব উত্কণ্ঠা দূর করে পঞ্চাশতম ওভারের দ্বিতীয় বলে ফরিদ আহমেদকে চার মেরে তিনি পূরণ করনে অনন্য ডাবল। ১৩৯ বলে ২টি চার এবং ৮টি ছক্কায় ২১০ রানের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন নিশাঙ্কা। একদিনের ক্রিকেটে এটা যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ স্কোর।
নিশাঙ্কার ক্যারিয়ার সেরা ইনিংসে সওয়ার হয়ে প্রথম ওয়ানডেতে ৩৮১ রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। ৮৮ বলে ৮৮ রান করেছেন আভিষ্কা ফার্নান্ডো। আফগানিস্তানের হয়ে ফরিদ আহমেদ ৭৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।