গাড়ি দুর্ঘটনায় দীর্ঘদিন খেলার বাইরে ভারতের উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্ত। সুস্থ হয়ে আইপিএল দিয়ে ফেরার অপেক্ষায় দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। পান্ত আত্মবিশ্বাসী, এ মৌসুমে তিনি সব ম্যাচ খেলতে পারবেন। এমনটা জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।
তবে পান্তকে পুরো মৌসুম পাওয়া নিয়ে সন্দিহান পন্টিং। তিনি বলেছেন, ‘রিশাভ আত্মবিশ্বাসী সে সুস্থ হয়ে খেলায় ফিরতে যাচ্ছে। কিন্তু তার সক্ষমতা কতটুকু, সেটা এখনো নিশ্চিত নই আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখবেন, সে ভালো আছে এবং সুস্থ হতে চলেছে।
পন্টিং যোগ করেন, ‘কিন্তু আমরা আসরের প্রথম ম্যাচ থেকে মাত্র ছয় সপ্তাহ দূরে আছি। সুতরাং আমরা নিশ্চিত নই এ বছর আমরা তার থেকে উইকেটকিপিং পাব কিনা। কিন্তু আমি নিশ্চিত এখন যদি জিজ্ঞেস করি সে বলবে, আমি প্রতিটি ম্যাচ খেলব। প্রতিটি ম্যাচে কিপিং করব এবং চারে ব্যাট করব।