লিওনেল মেসি খেলবেন বলে হংকংয়ে মুহূর্তেই ফুরিয়ে গিয়েছিল ম্যাচের টিকিট। ইন্টার মায়ামি দলের সঙ্গে দেশটিতে গিয়েছিলেনও মেসি কিন্তু মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তারকার। তাতেই ক্ষুব্ধ হংকংয়ের দর্শকরা। এমনকি আয়োজকদের যে অর্থ অনুদান দিয়েছিল হংকং সরকার সেটাও ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
নতুন মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচ খেলে বেড়াচ্ছে ইন্টার মায়ামি। তারই অংশ হিসেবে গতকাল হংকং একাদশের বিপক্ষে ম্যাচে ৪-১ গোলে জিতেছে মায়ামি। কিন্তু হ্যামেস্ট্রিংয়ে চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে নামেননি মেসি। এতেই বেঁধেছে বিপত্তি।
মেসিকে না খেলোনোয় আয়োজকদের কাছে ব্যাখ্যা চেয়ে বিবৃতি দিয়েছে হংকং সরকার,'আজকে মেসির না খেলার বিষয়ে সরকার এবং সেই সঙ্গে ফুটবল ভক্তরা আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে খুবই হতাশ। ফুটবল ভক্তদের কাছে আয়োজকদের ব্যাখ্যা দেওয়া উচিত।
জোনাথন নামের এক সমর্থক যেমন বলেছেন,'আমি সত্যি খুবই হতাশ। সবাই মেসিকে দেখতে চেয়েছিল। প্রতারিত হয়েছি এমনটা মনে হচ্ছে। মেসিকে ছাড়া এটা হংকং লিগের অন্য আরেকটি ম্যাচের মতোই।'