বিপিএলে বিদেশি কোনো ক্রিকেটারের সংবাদ সম্মেলন মানেই একটা প্রশ্ন অবধারিত- অন্য লিগের সঙ্গে তুলনায় বিপিএলের অবস্থান কোথায়? বাদ পড়লেন না কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও।
আজ মিরপুরের একাডেমি মাঠে কুমিল্লার অনুশীলনের ফাঁকে বিপিএলের সঙ্গে অন্য লিগের তুলনা নিয়ে প্রশ্নে রিজওয়ান বললেন,'সত্যি বললে, অন্য লিগের সঙ্গে তুলনায় আসতে হলে বিপিএলকে আরো কয়েক ধাপ এগোতে হবে।'
এক্ষেত্রে অবশ্য কন্ডিশনের ভিন্নতার কথাও তুলে ধরেছেন রিজওয়ান,'বিশ্বের সব প্রান্তে ভিন্ন কন্ডিশন। বিপিএলের কথা জিজ্ঞেস করলে, এখানে এশিয়ান কন্ডিশন।
কোন কোন জায়গায় উন্নতি আনতে হবে সেটা অবশ্য বিসিবির কোর্টে বল ঠেলে দিয়েছেন রিজওয়ান,'দেখুন আমি (বিপিএল) কমিটিতে নেই। বিপিএলকে কীভাবে এগিয়ে নিতে হবে আমার মতে তারা ভালো (বিসিবি) জানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ছোট বোর্ড নয়। তাদের বড় বড় ক্রিকেটার আছে। অনেক বড় বড় দলের বিপক্ষে তারা সিরিজ জিতেছে।