অলিম্পিক ফুটবলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলের জয় চূড়ান্ত পর্বে তুলে দেয় ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকে। এক ম্যাচ হাতে রেখে গ্রুপ ‘এ’র শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। নিজেদের শেষ ম্যাচে হারলেও পয়েন্টে ব্রাজিলকে পেছনে ফেলতে পারবে না কোনো দল।
কনমেবল অঞ্চলের প্রাক-অলিম্পিক বাছাইয়ের এই ম্যাচের প্রথমার্ধটা কাটে গোলশূন্য! দ্বিতীয়ার্ধে প্রথমে গোল করেছিল ইকুয়েডরই। ৫৯ মিনিটে প্যাটট্রিক ক্লেইভার মার্কাডোর গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল।
ব্রাজিল বাছাইয়ের চূড়ান্ত পর্ব নিশ্চিত করলেও আর্জেন্টিনার ভাগ্য এখনো ঝুলে আছে। ভাগ্য অবশ্য তাদের নিজেদের হাতেই আছে। গ্রুপ ‘বি’তে ২ ম্যাচে একটি জয় এবং একটি ড্রয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে প্যারাগুয়ে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল জায়গা পাবে চূড়ান্ত পর্বে।