হায়দরাবাদে ইংল্যান্ডের জন্য ঘূর্নি ফাঁদ পেতেছিল ভারত। নিজেদের পাতা ওই ফাঁদে পড়ে রোহিত শর্মার দল নিজেরাই হয়েছে ঘায়েল। অলি পোপের দুর্দান্ত ব্যাটিং এবং টপ হার্টলির মারাত্বক বোলিংয়ে হায়দরাবাদে প্রথম টেস্টে ভারতকে ২৮ রানে হারিয়ে দেয় ইংলিশরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেকটা পেছনে চলে গেছে রোহিত শর্মার দল।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে ভারত ছিল দ্বিতীয় স্থানে। তখন তাদের অর্জন ছিল ৫৪.১৬ শতাংশ পয়েন্ট।
৫০ শতাংশ পয়েন্ট অর্জন করে ভারতের উপরেই অবস্থান বাংলাদেশের (চার নম্বরে)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের অর্জিত পয়েন্টও ৫০ শতাংশ। বাংলাদেশসহ এই তিন দলই ২টি করে টেস্ট খেলে একটি জিতে হেরেছে অন্যটিতে। তিন দলেরই অর্জিত পয়েন্ট ২২। হায়দরাবাদে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পরও আট নম্বরে অবস্থান ইংল্যান্ডের।
অস্ট্রেলিয়ার অবস্থানের অবশ্য কোনো হেরফের হয়নি। ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের কাছে অপ্রত্যাশিত হারের পরও যথারীতি শীর্ষে আছে প্যাট কামিনসের দল। ক্যারিবীয়দের কাছে হারের পর পয়েন্টের শতাংশ অবশ্য কমেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারও। অস্ট্রেলিয়ার মোট পয়েন্ট ৬৬। ১০ টেস্ট খেলে ৬টি জিতে ৩টি হেরে তারা ড্র করেছে একটিতে। প্যাট কামিনসদের অর্জিত পয়েন্ট ৫৫ শতাংশ। ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের চেয়েও একধাপ উপরে ক্যারিবীয়রা। ৩৬.৬৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে পাকিস্তান। তাদের এক ধাপ উপরেই ভারত।
এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার গণনা করা হয়।