ইংলিশ ক্লাব লিস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর বিরুদ্ধে মদ পান করে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর পরেও পুলিশকে সহায়তা করেননি এই মিডফিল্ডার।
পুলিশ জানিয়েছে, ঘটনা গত শুক্রবারের। সেদিন রাত ২টার দিকে নটিংহ্যামের ওয়েস্ট ব্রিজফোর্ডে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হামজা।
বিবিসি এক প্রতিবেদনে বলেছে, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করেছিলেন হামজা।