দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ান বোলারদের সামনে অসহায় লাগছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের। এক পর্যায়ে ৬৪ রানে ৫ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এর তিনটিই নেন মিচেল স্টার্ক। এরপর ষষ্ঠ উইকেটে জশুয়া ডি সিলভা ও কাভেম হজের প্রতিরোধ।
যদিও তাঁরা দিনটা নির্বিঘ্নে পার করতে পারেননি। ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন স্টার্ক। দিনের শুরুতে ক্যারিবিয়ানদের কাঁপিয়ে দেন স্টার্ক।
দুই সতীর্থর উইকেট নেওয়া দেখে স্টার্ক কেন বসে থাকবেন? পরের তিন উইকেটই তাঁর। এখান থেকে সিলভা ও হজের ১৪৯ রানের জুটি। অস্ট্রেলিয়ান বোলারদের হতাশা চুড়ান্ত রূপ নেওয়ার পর এই জুটি ভাঙেন নাথান লায়ন।
অষ্টম উইকেটে আবার কেভিন সিনক্লেয়ার ও আলজারি জোসেফের প্রতিরোধ। দুজনের জুটি থেকে আসে ৪১ রান।