হুয়ান ফেরান্দোকে চাকরিটাই হারাতে হলো। অথচ কি দারুণভাবেই না মৌসুমটা শুরু করেছিলেন তিনি। পেছনে ভারতীয় সুপার লিগ জয়ের সুখ স্মৃতি, প্রাক মৌসুম শেষ করেছেন ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে। এরপর এএফসি কাপ আর নতুন আইএসএল মৌসুমেও চলছিল মোহনবাগান সুপার জায়ান্টের জয় যাত্রা।
গত ৭ নভেম্বর বসুন্ধরা কিংসের মাঠে যখন খেলতে আসে ফেরান্দোর দল তখন আইএসএলে টানা চার ম্যাচে চার জয় তাদের। এর মধ্যে এএফসি কাপে ওড়িশাকে উড়িয়ে দিয়েছে ৪-০ তে, জিতেছে মাজিয়ার বিপক্ষেও। কিন্ত কিংস অ্যারেনায় সেই মোহন বাগান দেখল মুদ্রার অন্য পিঠ। আর তাদের সেটা দেখালো বসুন্ধরা কিংস ২-১ গোলে হারিয়ে।
কিংসের কাছে ঐ হারের পর মোহনবাগান যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল, নইলে ওড়িশার মাঠে যারা ৪-০ তে জিতে আসে তারা ঘরের মাঠে পরের দেখায় কেন সেই দলের কাছেই হারবে ৫-২ ব্যবধানে। আর সেই হারেই এই মৌসুমে কলকাতার জায়ান্টদের এশিয়ান অভিযাণ শেষ হয়ে গিয়েছিল।
কিংসের দেয়া সেই ঝাঁকুনি থেমে গেছে বললে ভুল হবে। সেটি বরং এখন টের পাচ্ছেন জাতীয় দলের কোচ ইগর স্তিমাচ। জাতীয় দলের ৬ জন খেলোয়াড় মোহনবাগানের।