গত নভেম্বরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করে আলোড়ন তুলেছিলেন ১৭ বছরের কিশোর ক্লাদিও এচেভেরি। এরপর থেকে আর্জেন্টিনার সেই কিশোরকে দলে পেতে আগ্রহ দেখায় ইউরোপের বেশ কয়েকটি ক্লাব। যদিও আগে থেকেই পিএসজি, চেলসি, ম্যানসিটি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবগুলোর চোখ ছিল 'নতুন মেসি' খ্যাত এচেভেরির দিকে।
এই লড়াইয়ে অবশ্য জিতেছে ম্যানচেস্টার সিটিই।
দলবদলের অন্যতম সক্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো বলছেন, ছয় বছরের চুক্তিতে এচেভেরিকে দলে টেনেছে ম্যানসিটি। তাকে দলে পেতে সিটিজেনদের খরচ করতে হচ্ছে ২২ মিলিয়ন ইউরো।
২০১৭ সাল থেকে রিভারপ্লেটের একাডেমিতে আছে এচেভেরি।