ভৌগলিক কারণে সময়ের মারপ্যাঁচে এগিয়ে থাকায় বিশ্বের প্রথম দেশ হিসেবে বর্ষবরণ করে নিউজিল্যান্ড। বেশ ঘটা করেই এই আনুষ্ঠানিকতা সারে তারা। ইতোমধ্যে ২০২৪ সালকে বরণ করে নিয়েছে কিউইরা। তবে নিউজল্যান্ডে থেকেও আয়োজন করে নতুন বছরকে স্বাগত জানাতে পারলেন না নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা।
আজ শেষ টি-টোয়েন্টি খেলে মাউন্ট মঙ্গানুই থেকে অকল্যান্ডে ফেরে বাংলাদেশ দল। সেখান থেকে ক্রিকেটাররা দেশে ফেরার বিমান ধরবেন স্থানীয় সময় রাত ১টায়। অর্থাৎ যখন নতুন বছর বরণ করছিল দেশটি, তখন নাজমুলরা অকল্যান্ড বিমানবন্দরে দেশে ফেরার আনুষ্ঠানিকতা সারছিলেন।
অকল্যান্ড থেকে সিঙ্গাপুর থয়ে আগামীকাল (সোমবার) রাত পৌনে ১১টায় ঢাকায় পৌছানোর কথা আছে নাজমুলদের।
প্রায় ৩ সপ্তাহের সফরে সিরিজ জিততে না পারলেও দুই ফরম্যাটেই ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডে জিতেছেন নাজমুলরা। যদিও সিরিজ জেতার অতৃপ্তি রয়েই গেছে।
ওয়ানডের পর সে দেশে প্রথমবার টি-টোয়েন্টিও জিতেছে বাংলাদেশ।
দুই ফরম্যাটের একটাতেও সিরিজ জিততে না পারলেও বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর ইতিহাসে এটিই সবচেয়ে সাফল্যমন্ডিত।