আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে আর তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। যার প্রথমটি নিউজিল্যান্ডের বিপক্ষে। যেটি শুরু হচ্ছে আগামীকাল থেকে।

 

 

সব মিলিয়ে বাংলাদেশ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে দেখছেন চন্দিকা হাতুরাসিংহে। নেপিয়ারে কাল প্রথম টি-টোয়েন্টি পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন, ‘ছেলেদের জন্য এটা (নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ) পরীক্ষার প্রথম ধাপ। এখানে যারা আছে বেশির ভাগই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

 
দল নির্বাচনটাও এভাবে হয়েছে। নির্বাচকরাও এভাবেই ভাবছে। এখন কাজটা করে দেখানো ছেলেদের ওপর নির্ভর করছে।’

 

এখন থেকে কম্বিনেশনও ঠিক করে ফেলতে চান হাতুরাসিংহে, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই।

 
এখান থেকেই আমাদের পরিকল্পনাটা করতে চাই। আমরা আর ১১টি ম্যাচ খেলতে পারব, সাথে বিপিএলও আছে। আমাদের কম্বিনেশনটা বের করার চেষ্টা করব, বিশ্বকাপে আমরা কিভাবে খেলতে চাই সেটার ভূমিকাও দিয়ে দেওয়া হবে। এটাই পরিকল্পনা।’

 

প্রস্তুতি নিয়ে খুব বেশি ভাবতে চান হাতুরাসিংহে, ‘অনুশীলন আদর্শ হলো নাকি হলো না, সেটা নিয়ে খুব বেশি ভাবার সুযোগ নেই।

 
কারণ আমরা মাত্র এই কয়েকটি ম্যাচই খেলতে পারব। এই সময়ের মাঝে আমাদের ভূমিকা এবং পরিকল্পনাটা ঠিক করতে হবে।’