পেসাররা চোটে পড়লে যা হয় আরকি, ফেরার অপেক্ষাটা বাড়তেই থাকে। এবাদত হোসেনের ব্যাপারটাও এখন তা-ই দাঁড়িয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হাঁটুর চোটে এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপ খেলতে পারেননি এই পেসার। ২৯ বছর বয়সী পেসার খেলতে পারবেন না ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।
এবার জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদতের। তিনি মাঠে ফিরতে পারেন আগামী আগস্ট-সেপ্টেম্বরে। আজ সংবাদমাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এবাদতের ফেরা নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমার মনে হচ্ছে, এবাদতের পরের মৌসুম দিয়ে শুরু করার সম্ভাবনা আছে।
সব কিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা আগামী জুনে। এবাদত ফিরতে আগস্ট-সেপ্টেম্বর হলে স্বাভাবিকভাবে বিশ্বকাপে তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই। এদিকে আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে মিনহাজুলের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের মেয়াদ। আলোচনা আছে, এবার আর নির্বাচক প্যানেলে থাকা হচ্ছে না মিনহাজুলের।
প্রধান নির্বাচক অবশ্য বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, ‘১০ বছর ধরে আমরা কাজ করছি, এভাবেই যাচ্ছে।