ক্লাব বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে সব শিরোপাই জেতা হলো পেপ গার্দিওলার। চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার আর এই ক্লাব বিশ্বকাপ। শুধু ২০২৩-য়েই তিনি মুঠোয় পুরেছেন পাঁচটি ট্রফি। সব জিতে নেওয়ার এই অনুভূতিটা ঠিকই গ্রাস করেছে স্প্যানিশ এই কোচকে।
‘আমার এমন একটা অনুভূতি হচ্ছে যে আমরা একটা অধ্যায় শেষ করলাম। সব ট্রফিই জিতে গেছি। আর বাকি নেই কিছু।
২০১৬-তে ম্যানচেস্টারের ক্লাবটির দায়িত্ব নেওয়ার সময় এতটা ভাবতে পারেননি গার্দিওলা নিজেও, ‘অসাধারণ একটা দিন এটা। সত্যি বলতে আমি ম্যানচেস্টারে যখন আসি তখন ভাবতে পারিনি, এত সব কিছু হবে, এভাবে (ক্লাব) বিশ্বকাপ জিতে শেষ করতে পারব।’ ওদিকে ফ্লুমিনেন্স কোচ ফের্নান্দো দিনিজ দেখাতে চেয়েছেন বাস্তবতাটা, ‘অর্থ অনেক কিছুই সহজ করে দেয়। টাকা থাকলে আপনার সেরা মাঠ থাকে, সেরা অবকাঠামো থাকে, থাকে সেরা খেলোয়াড়রা। এই সব কিছুকে একসঙ্গে মেলানোটা বড় ব্যপার। চ্যাম্পিয়নস লিগের ক্লাবগুলোর সঙ্গে এখানে আমাদের বড় ব্যবধান।’ এএফপি