শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। সঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৬ রানের বড় সংগ্রহ গড়েছিল তারা। সেই রান তাড়া করতে নেমে এদিনও টনি ডি জোর্জির ব্যাট হেসেছে। কিন্তু তা যথেষ্ট হয়নি প্রোটিয়াদের জন্য।
আর্শদীপ সিংয়ের দারুণ বোলিংয়ে ২১৮ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আর্শদীপ। এদিন ডি জর্জিকে ৮১ রানে ফিরিয়েছেন তিনি। অন্য ওপেনার রিজা হ্যানড্রিকসও তাঁর শিকার।
প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ওয়ানডে ভারতকে সেই একই ব্যবধানে হারিয়ে সিরিজে ফেরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।