চলতি মৌসুম শুরুর আগেই গত আগস্টে হাঁটুর চোটের কারণে থিবো কোর্তোয়া ছিটকে যান মাঠের বাইরে। করানো হয় অস্ত্রোপচার। এরপর জানা যায়, আগামী বছর এপ্রিলে মাঠে ফিরতে পারবেন তিনি। কিন্তু সেটাও হয়তো হচ্ছে না।
বেলজিয়ান গণমাধ্যমে এই গোলরক্ষক বলেছেন,'পুরোপুরি রিকভারী দরকার আমার। তাই পরিষ্কারভাবে নিজের অবস্থান জানানো দরকার। যদি ভাগ্যবান হয়ে থাকি তাহলে আগামী মে মাসে ম্যাচ খেলতে পারব কিন্তু টুর্নামেন্টের (ইউরো) জন্য প্রস্তুত হতে পারব না।
ইউরোতে না খেলা মানেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেবেন এমন নয়। পুরোপুরি সুস্থ হয়ে আবারো বেলজিয়ামের গোলপোস্টের নিচে দাঁড়াতে চান রিয়াল মাদ্রিদে খেলা এই গোলরক্ষক।
জার্মানিতে আগামী বছর ১৪ জুন শুরু হবে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই। 'ই' গ্রুপে বেলজিয়ামের প্রতিপক্ষ রোমানিয়া, স্লোভাকিয়া ও প্লে-অফ খেলে আসা দল। রয়টার্স