দুবাইয়ে চলছে আইপিএলের নিলাম। প্যাট কামিন্সের নাম ওঠার আগে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রভম্যান পাওয়েল। ৭ কোটি ৪০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
তবে পাওয়েল সহ আইপিএলের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স।
এর আগে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্যাম কারেন। ২০২৩ সালের আইপিএলের আগে নিলামে তাঁকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছিল পাঞ্জাব কিংস।
নিলামে চাহিদার তুঙ্গে ছিলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডও। তাঁকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে দলে পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
ইংল্যান্ডের হ্যারি ব্রুককে রাজস্থানের সঙ্গে লড়াইয়ের পর ৪ কোটি রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে নাম উঠলেও দল পাননি দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশো ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।