টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর আজ তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারতের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে এই ম্যাচে ভারতের কাছে উড়ে গেছে প্রোটিয়ারা। হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
আজ ঐতিহ্যের অংশ হিসেবে পিংক ডে ওডিআই খেলতে নামে দক্ষিণ আফ্রিকা।
১১৭ রান তাড়ায় জয় পেতে একেবারেই বেগ পেয়ে হয়নি ভারতকে। রুতুরাজ গায়কোয়াড় ৫ রানে আউট হলেও অর্ধশতক তুলে নেন আরেক ওপেনার সাই সুদর্শন। দ্বিতীয় উইকেটে শ্রেয়াস আয়ারের সঙ্গে গড়েন ৮৮ রানের জুটি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আর্শদ্বীপ ও আভেশের বোলিং তোপে কোনো রকমে ১০০ ছাড়ায় প্রোটিয়াদের স্কোর। ৩৭ রানে ৫ উইকেট নেন আর্শদ্বীপ। ২৭ রানের ৪ শিকার আরেক পেসার আভেশের।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ ৩৩ রান করেন আন্ডেলে ফেলোকায়ো। ২৮ রান করেন টনি ডি জোরজি। দলের সাত ব্যাটারই পারেননি দুই অঙ্কের স্কোর গড়তে।