শুরু থেকেই আক্রমণে আধিপত্য করল ম্যানচেস্টার সিটি। তাতে প্রথমার্ধেই মিলল জালের দেখা। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একবার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পেপ গার্দিওলার দল। শেষ দিকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে ক্রিস্টাল প্যালেস।
এতে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে নেমে গেছে চ্যাম্পিয়নরা।
ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে প্যালেসকে তেমন সুযোগ দেয়নি সিটি। ২৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন জ্যাক গ্রিয়েলিশ। ফিল ফোডেনের বাড়ানো পাস ধরে অনায়াসে জালে পাঠান ইংলিশ এই ফরোয়ার্ড। মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ায় সিটি। গোল করেন রিকো লুইস।
অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। কোল পালমারের গোল এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান নিকোলাস জ্যাকসন।