বৃষ্টির দাপটে প্রথম টি-টোয়েন্টি মাঠেই গড়াতে পারেনি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বৃষ্টির বাগড়া ছিল। শেষ পর্যন্ত অবশ্য খেলা হয়েছে। তাতে বৃষ্টি আইনে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে ভারত। বৃষ্টি আইনে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২ রান। ৭ বল হাতে রেখে লক্ষ্য পোঁছে যায় তারা।
ব্রিটজকে ১৬ রানে আউট হলে ওপেনিং জুটি ভাঙে। এরপর এইডেন মারক্রামের সঙ্গে হেন্ডরিকসের ৫৪ রানের জুটি।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন রেজা হেনড্রিকস। মিলার ১৭, স্টাবস অপরাজিত ১৪ ও ফেলুকায়ো অপরাজিত ১০ রান করেছেন।
এর আগে ভারতকে বড় সংগ্রহ এনে দেন মূলত অধিনায়ক সূর্যকুমার যাদব ও রিংকু সিং।