ফুটবলের বাইরে অনেক তারকা ক্রীড়াবিদই লিওনেল মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদোকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি যেমন ক্রিস্তিয়ানো রোনালদোকে পছন্দ করেন, তেমনি মেসিকেও অনেকে প্রথম পছন্দে রাখেন। এদিক থেকে ব্যতিক্রম ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর প্রথম পছন্দ লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে কেউ নন।

 
এই দুইজনকে রেখে তিনি বেছে নিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, গম্ভীরকে মেসি ও রোনালদোর মধ্যে যেকোন একজনকে বেছে নিতে বলা হয়। কিন্তু উত্তরে গম্ভীর বলেছেন 'কেউ না।

 
কারণ আমি মার্কাস রাশফোর্ডের নাম বলতে চাই।' গম্ভীরের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ হাস্যরস হচ্ছে। ভাইরাল হয়েছে এই ভিডিও ক্লিপ।

 

৪৪৪৪
ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।
 
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি বেশ আলোচনায় গৌতম গম্ভীর। লেজেন্ডস ক্রিকেট লিগে একসময়ের সতীর্থ শ্রীশান্তের সঙ্গে জড়ান দ্বন্দ্বে। এরপর গম্ভীরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করেন শ্রীশান্ত। এই ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছে লেজেন্ডস লিগ কমিটি।