লিভারপুলের জার্সি গায়ে ২০০ তম গোল করেছেন মোহামেদ সালাহ। খুব বেশি ফুটবলার নেই অলরেডদের জার্সি গায়ে যারা এই মাইলফলক পেরিয়েছেন। সালাহ লিভারপুলের ইতিহাসের মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে ২০০ গোল করলেন। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুশোতম এ গোলটিও অলরেডদের জন্য ছিল মহার্ঘ্য।
গোলশূণ্য প্রথমার্ধের পর বদলী খেলোয়াড় জঁ ফিলিপ মাতেতার গোলে ঘরের মাঠে প্রথম এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেসই। ৭৬ মিনিটে সালাহই অলরেডদের সমতায় ফেরান। এরপর রুদ্ধশ্বাস এক জয়ই পেয়েছে ইয়ু্র্গেন ক্লপের দল। যোগ করা সময়ে হার্ভে এলিয়ট করেছেন জয়সূচক গোলটি।
সালাহর আগে লিভারপুলের জার্সিতে দুশোর বেশি গোল করেছেন ইয়ান রাশ, রজার হান্ট, গর্ডন হজসন ও বিলি লিডেল।