সিলেট টেস্ট জয়ের দিনই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, ক্রিকেটারদের সঙ্গে বসবেন নাজমুল হাসান পাপন। আজ ক্রিকেটারদের সঙ্গে টিম হোটেল রাতের খাবাব খেয়েছেন বিসিবি সভাপতি। 

এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান। সেখানে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের একজন বোনাসের ব্যাপারে জানতে চেয়েছেন।

 
তিনি বলেছেন,  'বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল। আমি বলেছি, ওটা (বোনাস) তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় পাবে, এটাতে কোনো সন্দেহ নাই।
 
'

 

পাপন আরো জানান, ভবিষ্যতে সাকিব আল হাসান-তামিম ইকবালদের অনুপস্থিতিতে যাতে বাংলাদেশ দলকে ভুগতে না হয় সেই  চেষ্টা চালাচ্ছেন তারা। তাঁর কথা, 'যার জন্য অনেকে অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো। এগুলো একটু চলবে এখন। চলবে এই কারণে আমরা যখন নাকি তামিম, মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়রা থাকবে না; তখন হঠাৎ করে আমরা চাই না তিন চার বছর লাগুক অন্যান্য দেশগুলোর মতো।

 
মানে আমাদের উপমহাদেশের, আমি বাইরের কথা বলছি না।'