দিনের শেষ ওভারটি করতে এসেছিলেন এজাজ প্যাটেল। প্রথম বলটি এক্সট্রা কাভারে ঠেলে দিয়ে এক রানের জন্য দৌড় শুরু করতেই দুই হাত উঁচিয়ে উদযাপন নাজমুল হোসেন শান্তর। রান পূর্ণ করার পর চিরচেনা সেই লাফ। আরো একটি শতক নাজমুলের।
নাজমুলের রেকর্ড গড়া শতকে ৩ উইকেটে ২১২ রানে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।
আজ তৃতীয় দিনের প্রথম ঘণ্টা বাদ দিলে পুরো সময় দাপট দেখিয়েছে বাংলাদেশ।
সেই রান শোধ করে প্রথম সেশনে উল্টো লিড পায় বাংলাদেশ।
মুমিনুল ৪০ রানে রানআউট হলেও নাজমুল ও মুশফিক কোনো বিপদ ছাড়া দিনের বাকি অংশ কাটিয়ে দিয়েছেন। অনবদ্য ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বোলারদের শাসন করে সেঞ্চুরি তুলে নেন নাজমুল। টেস্টে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি। চলতি বছরে যেটি তৃতীয় শতক। নাজমুল-মুশফিকের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে চালকের আসনে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।