টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। বলা হচ্ছে নতুন শুরু বাংলাদেশের। বিশ্বকাপ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো, টেস্টে নিজেদের প্রমাণ করার লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সিলেটে আজ শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তবে পুরনো ভুত আবার কাঁধে চেপে বসেছে।
দৃষ্টিনন্দন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট নেন এই ম্যাচ দিয়ে টেস্ট নেতৃত্বে অভিষেক হওয়া নাজমুল হোসেন।
দারুণ শুরু করা অধিনায়ক নাজমুল চড়াও হয়ে খেলতে গিয়ে নিজের উইকেট হারান। ৩৭ রান করেন তিনি।
অন্য প্রান্তে ইনিংস গড়ার সুযোগ পেয়ে অর্ধশতক তুলে নেন মাহমুদুল।
১৮৫ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় সেশন শুরু করে বাংলাদেশ, শেষ সেশনে হারায় ৫ উইকেট। সবাই রান পেয়েছেন বটে, কিন্তু কেউই থিতু হতে পারেননি। মুশফিকুর রহিম ১২, অভিষেক হওয়া সাহাদাত হোসেন ২৪, মেহেদী হাসান মিরাজ ২০, নুরুল হাসান সোহান ফেরেন ২৯ রানে। গুটিয়ে যাওয়ার শঙ্কা নিয়ে ৩১০ রানে ৯ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।
তাইজুল ইসলাম ৮ ও শরিফুল ইসলাম ১৩ রান আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন।