ব্রাজিলের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি লিওনেল মেসি। ম্যাচে কয়েকবার তাঁকে টাচলাইনের কাছে গিয়ে চিকিৎসা নিতে দেখা যায়। পরবর্তী সময়ে মেসি নিজেই জানান, কুঁচকির চোটে ভুগছেন তিনি। চোট থেকে পুরোপুরি সেরে উঠে আগামী বছর নতুন উদ্যমে শুরু করতে চান ৩৬ বছর বয়সী এই তারকা।
ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচে মেসির অস্বস্তি দুশ্চিন্তার কারণ হয়ে আসে।
এ বছরই পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি।