ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে পাকিস্তানের। সেমিফাইনালের আগে পাকিস্তানের এই বিদায় সমালোচনার মুখে ফেলেছে বাবর আজমদের। গুঞ্জন আছে, বিশ্বকাপের পরে অধিনায়কত্ব হারাতে পারেন বাবর।
নিজের অধিনায়কত্ব নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে কথা হয়েছে বাবরের।
রমিজ এটুকু জানিয়েছেন, বাবরকে দেখে তাঁর খুব হতাশ মনে হয়েছে। তিনি বলেছেন, ‘বাবরকে দেখে খুব হতাশ মনে হয়েছে।
একই সঙ্গে রমিজ এটাও বলেছেন, ‘অধিনায়কত্ব নিয়ে বাবরের সঙ্গে যে কথা হয়েছে, সেটা সবার সামনে আনতে চাই না।