তারা দু'জনই বিশ্বকাপজয়ী তারকা। ক্লাব ফুটবলে তাদের আছে অঢেল সাফল্য। ফ্রান্স তারকা জিনেদিন জিদান ছিলেন মধ্যমাঠের কুশলী খেলোয়াড়। আর মেসি আক্রমণভাগের।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে জনপ্রিয় জার্সি প্রস্ততকারক প্রতিষ্ঠান 'অ্যাডিডাস'।
জিদানের সঙ্গে খেলতে না পারায় আফসোস করেছেন মেসিও,'আমিও আপনাকে নিয়ে প্রশংসা করি। আমরা একসঙ্গে খেলার ব্যাপারে ভাগ্যবান ছিলাম না।
এরপর মেসি জিদানকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন,'সবসময় তাকে নিয়ে প্রশংসা করি। মাদ্রিদে থাকতে তাকে প্রচুর অনুসরণ করেছি এবং তিনি আমাকে প্রচুর ভুগিয়েছেনও কারণ আমি বার্সেলোনা থেকে এসেছি। তিনি সবসময়ই একজন ভিন্ন ধরনের খেলোয়াড়। সৃজনশীলতা, শিল্প, জাদু- সবকিছুই তার মধ্যে ছিল। আমি বিশ্বাস করি, তিনি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তাকে নিয়ে আমার অনেক স্মৃতি আছে।'
স্মৃতিচারণ করতে গিয়ে মেসি বলেছেন,'চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লেভারকুসেনের বিপক্ষে তিনি বাঁ পায়ে যে গোলটি করেছিলেন, বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই গোল দুটো, সেই রুলেট ড্রিবলিং, ভ্যালেন্সিয়ার মাঠে বাঁ পায়ের সেই গোলটি; আমরা যারা ফুটবল ভালোবাসি তাদের কাছে এসব ছিল উপভোগের। আমিও প্রচুর উপভোগ করেছি। এমনকি এটা আমার জন্য হজম করা কিছুটা কঠিনও ছিল। কারণ আমি একজন বার্সা ভক্ত। তবে কিংবদন্তি খেলোয়াড়দের জার্সি-দেশ এসব দিয়ে বিবেচিত করা হয় না, তারা এরও ঊর্ধ্বে।'
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে খেলেছেন জিনেদিন জিদান। আর মেসির বার্সেলোনার হয়ে অভিষেক হয় ২০০৪ সালে। ২০০৫ সালে এল ক্লাসিকোতে জিদানের বিপক্ষে খেলেছিলেন মেসি। এরপর ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন জিদান। সেসময় খেলোয়াড় হিসেবে জিদানের মুখোমুখি হন মেসি।