শেষ মুহূর্তের গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল স্যান সেবাস্তিয়ানের ম্যাচটি। ওই সময়ে বার্সার ত্রাতা হয়ে আসেন রোনাল্ড আরাউহো। ৯২ মিনিটে তাঁর করা একমাত্র গোলটিতেই সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা।
ম্যাচের শুরু থেকে বার্সার চেয়ে বেশি সুযোগ তৈরি করেছিল সোসিয়েদাদই। কিন্তু প্রাপ্ত সুযোগগুলোর একটিও কাজে লাগাতে পারেনি। বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের অসাধারণ কিছু সেভ গোল বঞ্চিত করে সোসিয়েদাদকে। তবে ম্যাচের শেষ দিকে এসে কিছু সুযোগ তৈরি করেছিল বার্সাও।
এল ক্লাসিকোতে ভালো খেলেও হারতে হয়েছিল বার্সাকে।
সোসিয়েদাদের মাঠে জিতে লা লিগার পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ১২ ম্যাচ খেলে কাতালানদের অর্জন ২৭ পয়েন্ট।