ইংলিশ ডিকশেনারিতে যুক্ত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘বাজবল’ শব্দটি। গতকাল বিষয়টি নিশ্চিত হয়েছে যে পরবর্তী কলিন্স ইংলিশ ডিকশেনারিতে যুক্ত হবে বাজবল শব্দটি। গত বছরের মে মাসে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে এই সংস্করণে ভিন্ন ধাঁচের আগ্রাসী ক্রিকেট খেলছে ইংলিশরা। তাদের এই আক্রমণাত্মক ক্রিকেট বাজবল নামে পরিচিতি পেয়েছে।
শব্দটিকে ডিকশেনারির জন্য ব্যাখ্যা করা হয়েছে এভাবে, ‘এটি টেস্ট ক্রিকেটের এমন একটি ধরন, যেখানে ব্যাটিং দল উচ্চ আগাসী ধাঁচে ব্যাটিং করবে।’ বিষয়টিকে স্রেফ আবর্জনা বলে উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া দলের ব্যাটার মারনাশ লাবুশানে।
আগামী শনিবার আহমেদাবাদে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দল দুই মেরুতে অবস্থান করছে।
পরক্ষণে অবশ্য লাবুশেন যোগ করেন, ‘সত্যি বলতে, আমি জানি না ওটা (বাজবল) আসলে কি। আমার কোনো ধারণাই নেই আপনারা কী বলছেন।’