ঘড়ির কাটায় ম্যাচের বয়স ৬ মিনিট পার হতে না হতেই অলিম্পিক স্টেডিয়ামে আসা স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান ইকাই গুন্দোয়ান। রিয়াল মাদ্রিদের জালে বল পাঠিয়ে বার্সেলোনাকে লিড এনে দেন এই মিডফিল্ডার। তবে সেই লিড ধরতে রাখতে পারেনি কাতালানরা। দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের দুর্দান্ত গোলে ম্যাচে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ।
চোট কাটিয়ে এ ম্যাচে বার্সেলোনা স্কোয়াডে ফেরেন রবার্ত লেভানদোস্কি ও রাফিনিয়া। কিন্তু দুজনকে নিয়ে ঝুঁকি নেননি জাভি এর্নান্দেস। তাদেরকে বেঞ্চে রেখে জোয়াও ফেলিক্স, ফেরান তোরেস, ফেরমিনদের ওপর আস্থা রাখেন বার্সা কোচ।
এগিয়ে গিয়ে আরও চড়াও হয়ে খেলেছে বার্সেলোনা। ১৬ মিনিটে ফেরমিন লোপেজের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়েনি বার্সার। বক্সের কোনা থেকে ফেরমিনের গতির শট রিয়াল গোলরক্ষক কেপাকে পরাস্ত করলেও পোস্টকে ফাঁকি দিতে পারেনি। বার্সা আক্রমণের বিপরীতে প্রথমার্ধে গোলের উদ্দেশে কোনো শট নিতে পারেনি রিয়াল।
১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। ২৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।